সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, টানা তিনটি টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন অর্জনের কৃতিত্ব দলের সবাইকে দিলেন অধিনায়ক লিটন কুমার দাস।
টসে হেরে আগে ব্যাটে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে নেমে ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় লাল-সবুজের দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের সবাইকে কৃতিত্ব দেয়ার পাশাপাশি বোলাদেরও প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক।
বলেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে, আমি প্রতিটি সিরিজ জিততে চাই, কিন্তু প্রতিবারই তা সম্ভব নয়। সমস্ত কৃতিত্ব দলের সকলের। বোলারদের অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা গত দুই সপ্তাহ ধরে এখানে একটি ক্যাম্প করছি, তারা অনুশীলনে অতিরিক্ত পরিশ্রম করেছে।’
বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা সত্যিই ভালো বোলিং করেছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা জানত কিভাবে এখানে বল করতে হবে, তাদের বৈচিত্র্য এবং সবকিছু দিয়ে। মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ ভালো করেছন। এমনকি নাসুম আহমেদ, যিনি আগের ম্যাচ খেলেননি, তিনিও এসে তার কাজ করেছেন। এটাই ভালো দিক।’
সিরিজের প্রথম ম্যাচ জেতায় বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পেরেছেন বলে মনে করেন লিটন। বলেছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জেতাটা ভালো, কারণ এটি আপনাকে বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ দেয়। আমরা তা করেছি, এবং এটি ফলপ্রসূ হয়েছে।’
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে জয়টা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লিটন। বলেছেন, ‘যেহেতু আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। আমরা প্রতিদিন দলকে গড়ে তোলার চেষ্টা করব। এটি একটি ভালো লক্ষণ, যখন যে দলে আসবে, সে তার কাজটি করে দেখাবে। দিন শেষে, যদি আপনি জেতেন তাহলে সব ঠিক।’









