নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে লড়াই জমিয়ে হেরে যান সুমাইয়ারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে দেখা হচ্ছে ইউরোপের দেশ স্কটল্যান্ডের সাথে। ম্যাচটা জিতলে তিন ম্যাচে দুই সাফল্য সঙ্গী করে সুপার সিক্স পর্বে যেতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায়। এক ম্যাচ হেরেও ‘ডি’ গ্রুপের দুইয়ে আছে জুনিয়র টিম টাইগেস। স্কটিশ ম্যাচে হারলেও সুপার পর্বে যাওয়ার সুযোগ থাকছে দলটির। সেক্ষেত্রে থাকবে নানা হিসাব।
অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেপালকে ৫২ রানে গুটিয়ে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি জুনিয়র টিম টাইগ্রেসের। আগে ব্যাটে নেমে কেবল ৯১ রানের পুঁজি পেলেও বোলিং ঝলকের পর লাল-সবুজের দলটি অজিদের কাছে হেরেছিল ২ উইকেটে।
বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।









