শ্রীলঙ্কায় যুবা ক্রিকেটারদের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল দেখেছে ব্যাটিং বিপর্যয়। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান যুবাদের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট হারায় টিম জুনিয়র টাইগার্স। সেই ম্যাচে ৯৮ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শনিবার আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। লক্ষ্যে নেমে ৩৩.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ থামে কেবল ১৪৩ রানে।
ব্যাটে নেমে বাংলাদেশের জাওয়াদ আবরার ফেরেন ১৯ রান করে। দলীয় রান তখন ২৯। কালাম সিদ্দিকি আর অধিনায়ক আজিজুল হক তামিমের জুটি যোগ করে ৪৫ রান। তামিম ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। দলীয় রান তখন ৭৪। সেখানেই শুরু বিপর্যয়ের। এরপর বাংলাদেশের যুবাদের আর কেউই খেলতে পারেননি বড় ইনিংস।
দলীয় ৭৪ থেকে ১০৯ রান পর্যন্ত যেতেই বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট। কালাম সিদ্দিকিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। তার ব্যাট থেকে এসেছে ৪৬ রান। আব্দুল্লাহর ১৭ এবং আল ফাহাদের ১২ রান ছাড়া মিডল এবং লোয়ার অর্ডারের কেউ দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি।
শ্রীলঙ্কার বিঘ্নেশ্বরন আকাশ ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।









