শ্রীলঙ্কার মাটিতে দারুণ এক জয়ের দেখা পেল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ৬ উইকেটে জিতে নিয়েছে টিম টাইগ্রেস। ৯ বছর পর লঙ্কানদের টি-টুয়েন্টিতে হারাল বাংলাদেশ।
মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করা লঙ্কানরা ৬ উইকেটে ১৪৫ রান তোলে। জবাবে লাল-সবুজের মেয়েরা ৪ উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ব্যাট হাতে ঝলসে ওঠেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। জয়সূচক রানটি জ্যোতির ব্যাট থেকেই আসে।
১৪৬ রানের জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ ২৩ রানে দুই ওপেনার শামীমা সুলতানা (৫) ও রাবেয়া হায়দারের (৯) উইকেট হারায়। তৃতীয় উইকেটে শবনম মুস্তারিকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে ধাক্কা সামলান জ্যোতি।
শবনম ১৭ রান করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়েন। পরে ঋতুমণিকে নিয়ে সময়োপযোগী জুটি গড়ার পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইগ্রেস অধিনায়ক। শেষ দুই ওভারে দরকার ছিল ২৫ রান, ১৯তম ওভারে ১৭ রান তুলে জয়ের সুবাস পেতে থাকে অতিথি দল।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮ রান। ইনোকা রানাবীরার প্রথম বলে চার মেরে সমীকরণ সহজ করে দেন ঋতুমণি। দ্বিতীয় বলে নেন ১ রান। তৃতীয় বলে ২ রান নেন জ্যোতি। সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১ রানের। চতুর্থ বলে ভুল বোঝাবুঝিতে ২৩ বলে ৪ চারে ৩৩ রান করা ঋতুমণি রানআউট হন, ভাঙে ৭১ রানের জুটি। স্ট্রাইকিং প্রান্তে থাকা জ্যোতি পঞ্চম বলে এক রান নিয়ে অতিথিদের জয় নিশ্চিত করে দেন।
শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট পান উদেশিকা প্রবোধনী, কাব্য কাবিন্দি ও ওশাদি রানাসিংহে।
এর আগে ব্যাট করা স্বাগতিকরা দলীয় ১৬ রানে ওপেনার ভিশমি গুনারাত্নের উইকেট হারায়। ফারিহা তৃষার বলে ক্যাচ নেন রাবেয়া। দ্বিতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তু ও হর্ষিতা সামারাবিক্রমা ৪৮ রান যোগ করেন। ৩৮ রান করা চামারিকে সাজঘরে ফেরান নাহিদা আক্তার, ভাঙে জুটি।
সর্বাধিক ৪৫ রান করা সামারাবিক্রমার উইকেট নেন সুলতানা খাতুন। শ্রীলঙ্কার রান তখন ১০৭। নীলাক্ষী ডি সিলভা ধীরগতির ব্যাটিংয়ে ২৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দেড়শ রানের আগেই থামতে হয় শ্রীলঙ্কাকে।
ফাহিমা খাতুন ২০ রান খরচায় নেন দুটি উইকেট। তৃষা, সুলতানা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।







