শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাজমুল হোসেন শান্তদের। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে অতিথি লঙ্কান দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে দুপুর ২টা ৩০ মিনিটে। একাদশে নেই মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার ম্যাচের আগেরদিন ওয়ানডে স্কোয়াড দিয়েছে লঙ্কান দল। একাদশে ফিরেছেন লাহিরু কুমারা ও পাথুম নিশাঙ্কা। অন্যদিকে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। মুশফিক-মাহমুদউল্লাহ ও তাওহীদ হৃদয়দের নিয়ে শক্তিশালী একাদশই সাজিয়েছে টিম টাইগার্স।
টি-টুয়েন্টির উত্তেজনা শেষে ওয়ানডেতেও দুদলের মধ্যে ভালো প্রতিযোগিতা চান লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। তার মতে, ‘প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই ভালো একটি বিষয়। আমার মনে হয় ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। টি-টুয়েন্টিতে আমি যেমন বলেছিলাম, দুটি ভালো দল প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে যাচ্ছে। এ সিরিজে আমি আগের মতোই আশা করব। সুতরাং, প্রকৃতপক্ষে আমি সেটাই খুঁজছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।’
অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজ হারার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বলেছেন, ‘দলগতভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০১৫-২০২২ সালের মধ্যে সময়টা বেশি ভালো গিয়েছিল। এমনটা ঘটে। এ পর্যায়ে আসলে এমনটা ঘটে। সুতরাং, ভালো শুরুটা বেশ জরুরি।’
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, জানিথ লিয়ানেগে, ভানিডু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা।








