লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে স্টেডিয়ামে সরব থাকেন টাইগার মিলন। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে আইসিসি ইভেন্টেও দেখা যায় তার হুংকার। মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তার পরিচিত মুখের ছবি। টাইগার ক্রিকেটের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত ফাহিমুল হক মিলন থাকবেন এবার শ্রীলঙ্কা সিরিজে। লঙ্কায় আইস্ক্রিনের ব্যানারে গ্যালারি মাতাবেন তিনি।
শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টিম টাইগার্স। মাঠে থেকে সিরিজজুড়ে টাইগারদের সমর্থন দিতে মিলনের পাশে থাকবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
২০২৩ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ ও ভারতের মাটিতে হওয়া গত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোতে দেখা গিয়েছিল টাইগার মিলনকে। ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশের ম্যাচগুলোতে কিছুদিন অনিয়মিত ছিলেন তিনি। এরপর লঙ্কানদের মাটিতে এশিয়া কাপ দিয়ে গ্যালারিতে ফেরেন মিলন।
শ্রীলঙ্কা রওনার আগে চ্যানেল আই অনলাইনকে মিলন বলে গেলেন, ‘চ্যানেল আই-কে ধন্যবাদ, কারণ তাদের মাধ্যমেই বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দারুণ আশাবাদী আমি। আশা করি এই সিরজে দারুণ কিছু করবেন শান্ত ও মিরাজ।’
‘বাংলাদেশের সমর্থকদের প্রতি শ্রীলঙ্কার সমর্থকদের দারুণ আন্তরিকতা আছে। তারা মাঠে আমাদের সবকিছুতেই সহযোগিতা করেন। তারা তাদের দেশের পতাকা আর আমরা আমাদের দেশের পতাকা বহন করব, বিষয়টা বেশ ভালো লাগবে।’
চ্যানেল আই টাইগার মিলনকে অতীতেও অনেকবার পৃষ্ঠপোষকতা দিয়েছে। বিশেষ করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯-এর ওয়ানডে বিশ্বকাপে তার পাশে ছিল চ্যানেল আই। ২০২৩ সালের এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপেও মিলনের পাশে ছিল চ্যানেল আই।
মিলনের ক্রিকেটের প্রতি টান ছোটবেলা থেকেই। ক্রিকেটার হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে পেয়েছেন খেলার সঙ্গে থাকার বিকল্প পথ। গ্যালারিকে আঙ্গিনা বানিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্ব ক্রিকেটে পেয়েছেন আইকনিক ফ্যানের স্বীকৃতি। শেষ নিঃশ্বাস অবধি এই পরিচিতি তিনি ধরে রাখতে চান মাঠে।









