শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার থেকে গড়াতে চলেছে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে অভিষেক হতে পারে নাহিদ রানা ও মুশফিক হাসানের। দুই পেসারের একজনকে দেখা যেতে পারে সিরিজের প্রথম টেস্টে। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন এমনটাই।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামছে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে লড়াই।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। নাহিদ ও মুশফিক হাসানকে নিয়ে করা প্রশ্নে লঙ্কান এই কোচ বলেছেন, ‘আমরা একাদশে দুজন বা তিনজকে (পেসার) রাখতে পারি। তারা বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ার দুজন ভালোভাবে শুরু করেছে। অনেক ওভার বল করেছে তারা। আমি দুজনের যেকোনো একজনকে এই ম্যাচে দেখার অপেক্ষায় আছি। হয়তো দুজনকেও।’
টিম কম্বিনেশনের কথা বলতে গিয়ে সিলেটের আবহাওয়ার চেয়েও শ্রীলঙ্কার শক্তিকে গুরুত্ব দিচ্ছেন টাইগার কোচ। বলেছেন, ‘আদর্শ কম্বিনেশন নির্ভর করছে আমাদের শক্তি এবং প্রতিপক্ষের সীমাবদ্ধতার ওপর। আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া তো আমরা কন্ট্রোল করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা ফ্যাক্ট হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’







