দ্বিতীয় ওভারেই টাইগারদের প্রথম শিকার এনে দেন তাসকিন আহমেদ। তিন ওভার পর্যন্ত লঙ্কানরা দেখেশুনে খেললেও কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসের এর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ছুটছে শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে সফরকারীদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪৯ রান তুলেছে শ্রীলঙ্কা। কুশল ১৫ বলে ২৫ রানে, কামিন্দু ১৪ বলে ২৩ রানে ক্রিজে আছেন।
ইনিংসের প্রথম ওভারে মেইডেন নেন শরীফুল। দ্বিতীয় ওভারে অভিস্কা ফের্নান্দোকে ফেরান তাসকিন। তৃতীয় ওভারে শরীফুল দেন ৩ রান।
চতুর্থ ওভারে ১৭ রান খরচ করেন তাসকিন। ওভারটিতে দুটি ছক্কা ও একটি চার আদায় করেন কামিন্দু মেন্ডিস। ৫ম ওভারে শেখ মেহেদী ৯ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে ১৫ রান করেন মোস্তাফিজ।







