মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে আরও একটি বড় জয় তুলেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ বিশাল ব্যবধানে হারিয়েছে। দুটি করে গোল এনেছেন দুই ফরোয়ার্ড সাবিনা খাতুন ও শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। একটি করে গোল পেয়েছেন সুমাইয়া মাতসুশিমা এবং মাসুরা পারভীন।
বুধবার ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও প্রথম গোল পায় শ্রীলঙ্কা। প্রথমার্ধের ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা শেষে প্রথম গোল আনেন লঙ্কানদের শানু পাসকারাণ। তিন মিনিট পর আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এবার গোল আইমেশা ডব্লিউ এম কঙ্কনামালাগের, ২-০ ব্যবধান হয়।
সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৮ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন প্রথম গোল এনে ২-১ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার শেষ মিনিটে, অর্থাৎ ২০ মিনিটে সমতা আনেন সাবিনাই। ২-২ গোলে বিরতি আসে।
ফিরে পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। ২৯ মিনিটে ফরোয়ার্ড সুমাইয়া গোল করেন, ৩-২এ এগিয়ে যাওয়া তখন। ৩৬ মিনিটে কৃষ্ণা আরও এক গোলে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে মাসুরা এবং ৪০ মিনিটে কৃষ্ণা আবারও গোল করলে বাংলাদেশ ৬-২তে এগিয়ে যায়। শেষ মিনিটে শ্রীলঙ্কার আইমেশার গোলে ৬-৩ হলেও বড় জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি বাংলাদেশের।
আসরে উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০তে হারানোর পর শ্রীলঙ্কার জালে আধাডজন গোল জড়াল লাল-সবুজরা।









