মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথম দেখায় শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ৯-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ফিরতি দেখায়ও লঙ্কান মেয়েদের সঙ্গে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুরমা জান্নাতের দল। লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করেছেন কানন রানী বাহাদুর ও পরেরটি করেন পূজা দাস।
লঙ্কান মেয়েদের বিপক্ষে ম্যাচের শুরুটা অগোছালো ছিল বাংলাদেশের। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারছিল না বাংলাদেশের মেয়েরা, উল্টো ৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় লঙ্কান মেয়েরা। ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের দারুণ শট রুখে দেন লাল-সবুজের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।
এর মিনিট দুয়েক পর আক্রমণে যায় বাংলাদেশ। পরপর দুবার লঙ্কান মেয়েদের বক্সের ভেতর ঢুকে গোলের চেষ্টা করেও সফলতা আসেনি। ১৪ মিনিটে রাইট উইং থেকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন কানন। জটলার মধ্যে বল পেয়ে যান রুমা আক্তার। তবে লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডেজের সেভে রক্ষা পায় সফরকারীদের জাল।
২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ১-০তে এগিয়ে যাওয়ার পরের মুহূর্তে আরও দুবার আক্রমণে যায় তারা, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফলতা আসেনি লাল-সবুজের।
আগের ম্যাচের চেয়ে কিছুটা উন্নতি করা লঙ্কান মেয়েরা আক্রমণে যায় ২৯ মিনিটে। লঙ্কান ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি দারুণভাবে ঢুকে পড়েন বাংলাদেশের বক্সে। শেষপর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
যোগ করা অতিরিক্ত সময়ে তৃষ্ণার দারুণ একটি শট বারে লেগে ফিরে আসলে ফিরতি শট নেন পূজা দাস। দারুণ গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।









