ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের জুটি বেশ জমে উঠেছিল। দুইশতাধিক রান এসেছিল এ জুটি থেকে। বিপজ্জনক হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করেই নিজের ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পেলেন ডানহাতি পেসার নাহিদ রানা। দুই সেঞ্চুরিয়ানকে ফেরানোর পাশাপাশি নিয়েছেন আরও একটি উইকেট।
এ প্রতিবেদন লেখাপর্যন্ত ৬৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে শ্রীলঙ্কা। কাসুন রাজিথা ৪ এবং বিশ্ব ফের্নান্দো ৯ রানে অপরাজিত আছেন।
৫৭তম ওভারের দ্বিতীয় বলে নাহিদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু মেন্ডিস। পরের বলেই ১০২ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামিন্দু, ভাঙ্গে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি। আউট হওয়ার আগে এ ব্যাটার ১২৭ বল খেলে ১১টি চার এবং তিনটি ছক্কা মারেন।
কামিন্দুকে আউট করার ওই ওভারেই নাহিদকে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। নাহিদের পরের ওভারে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। সেটি নিতে কোনোপ্রকার ভুল করেননি মেহেদী মিরাজ।
১০২ রানে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটার। ১৩১ বলের এ ইনিংসে ১২ টি চার এবং একটি ছক্কার মার ছিল। নিজের বলে সেঞ্চুরি করার শোধই নিলেন হয়তো নাহিদ। এরপরের ওভারে প্রবাথ জয়সূরিয়াকে সাজঘরের পথ দেখান এ গতি তারকা।







