মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার দেয়া দুই শতাধিক রানের লক্ষ্যে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেছিল বাংলাদেশ। তবে শেষ ওভারের নাটকীয়তায় ৭ রানে হার দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।
জিততে শেষ ওভারে বাংলাদেশের লাগতো ৯ রান। বলে আসেন লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তু। প্রথম বলেই রাবেয়া খানকে এলবিডব্লিউ করেন। পরের বলে রানআউট হন নাহিদা আক্তার। তৃতীয় বলে লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন জ্যোতি। চতুর্থ বলে মারুফা আক্তারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান। পঞ্চম বলে সিঙ্গেল নেন নিশিতা আক্তার নিশি। শেষ বলে কোনো রান নিতে পারেননি শারমিন আক্তার।
আথাপাত্তুর এই ওভারে কেবল ১ রান নিতে পেরেছে টিম টাইগ্রেস। শেষ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭ রানে পরাজয় দেখতে হয়েছে বাংলাদেশের।
নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কান মেয়েরা। ৪৮.৪ ওভারে ২০২ রানে থামে। জবাবে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রানে থামে বাংলাদেশ।
রানতাড়ায় বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। জ্যোতি ৬ চারে ৯৮ বলে ৭৭ রান করেন। ৪ চার ও ১ ছক্কায় শারমিন ১০৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া স্বর্ণা আক্তার ২৭ বলে ১৯ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে চামারি আথাপাত্তু ৪ উইকেট নেন। সুগান্ধিকা কুমারি নেন ২ উইকেট।
লঙ্কান ব্যাটার হাসিনি পেরেরা ব্যাট হাতে দারুণ করেছেন। ১৩ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৫ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে চামারি আথাপাত্তুর ব্যাট থেকে। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৬ রান করেন লঙ্কান অধিনায়ক। এছাড়া ৩৮ বলে ৩৭ রান করেন নিলাক্ষিকা সিলভা।
টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ উইকেট নেন। রাবেয়া খান নেন ২ উইকেট।









