শ্রীলঙ্কা মেয়েদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম তিনটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ম্যাচে হারলেও পঞ্চম তথা শেষ টি-টুয়েন্টিতে জিতে ৪-১এ সিরিজ শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ ম্যাচে লঙ্কান ‘এ’ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম টাইগ্রেস।
বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। স্বাগতিকেরা ১৬.২ ওভারে রাবেয়া খান, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের বোলিং তোপে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার চেতনা বিমুক্তিই একমাত্র ব্যাটার যিনি দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন।
জবাব দিতে নেমে জয় আনতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ওপেনার সাথী রানী শূন্য রানে আউট হলেও অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন অপর ওপেনার দিলারা আক্তার। নিগার সুলতানা জ্যোতির ব্যাটে আসে ১৪ রান।
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ১০৪ রানের বড় জয় পায় রাবেয়া খানের দল। তৃতীয় ম্যাচে ১০ রানের জয় তুলে সিরিজ নিশ্চিত করেছিল টিম টাইগ্রেস।









