লম্বা সময় পর শ্রীলঙ্কায় তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলতে আগামী শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। এক মাসেরও বেশি সময় ধরে হতে চলা সিরিজের সূচি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সোমবার এক বিবৃতিতে সিরিজের দিনক্ষণ জানায় তারা। আগামী ১৩ জুন সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। টেস্ট দিয়ে ১৭ জুন শুরু হবে সিরিজ, ১৬ জুলাই টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।
২০১৭ সালের পর তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সে বছরও দুটি টেস্ট ও দুটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছিল দুদল। যদিও ২০১৯ ও ২০২১ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। ২০১৯ সালে তিন ওয়ানডে ও ২০২১ সালে দুটি টেস্ট খেলেছে দুদল। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা সফর করেছিল টিম টাইগার্স।
আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট গড়াবে। ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুদল। একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুটি প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডে গড়াবে। তিনটি ম্যাচই দিবারাত্রির হবে।
পাল্লেকেলেতেই ১০ জুলাই প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টুয়েন্টি খেলবে। ১৬ জুলাই কলম্বোয় ফিরে তৃতীয় টি-টুয়েন্টি বা সফরের শেষ ম্যাচ খেলবে দুদল।









