গলে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের শুরুতে প্রত্যাশা মেটাতে পারেননি টাইগার ব্যাটাররা। লঙ্কান বোলারদের তোপে ধুঁকছে নাজমুল হোসেন শান্তর দল। দুইশ রান পেরলেও প্রথমদিনে হারিয়েছে ৮ উইকেট।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথমদিনের খেলা শেষের আগে ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২২০ রান। তাইজুল ইসলাম ৯ রানে এবং ইবাদত হোসেন ৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ইনিংসের শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসের মতো কলম্বোতেও প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ১০ বল খেলে শূন্য হাতে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে নিয়ে ৩৮ রান যোগ করেন সাদমান ইসলাম। ৩৯ বলে ২১ রান করে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে।
৭৪ রানে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। গল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩১ বলে ৮ রান করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৭৬ রানে সাদমান ফিরে যান ৯৩ বলে ৪৬ রান করে।
পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাস ১১৩ বলে ৬৭ রানের জুটি গড়েন। ১৪৭ রানে এ জুটি ভাঙে বাংলাদেশের। লিটন ফিরে যান ৫৬ বলে ৩৪ রান করে। ১৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫ রান করেন। ১৯৭ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। জ্বর থেকে সুস্থ হয়ে জাকের আলি অনিকের পরিবর্তে দলে ফেরা মেহেদী হাসান মিরাজ আউট হন ৪২ বলে ৩১ রান করে।
দলীয় ২১৪ রানে নাঈম হাসান ফিরে যান। টাইগার স্পিনার ৫১ বলে ২৫ রান করেন। ইবাদতকে নিয়ে দিনের খেলা শেষ করেন তাইজুল।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন বিশ্ব ফের্নান্দো, আসিথা ফের্নান্দো ও সোনাল দিনুশা। থারিন্দু রত্নায়েকে ও ধনঞ্জয়া ডি সিলভা নেন একটি করে উইকেট।









