অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। চীনের দাজহুতে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা জয় পেয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বীপদেশটির জালে অমিত-দ্বীন ইসলামরা দিয়েছেন ১২ গোল। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ।
বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। আরেকটি হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ হোসেন। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় মোঃ দ্বীন ইসলাম করেছেন দুটি গোল।
এছাড়া মোহাম্মদ সাজেদ ২টি ও একটি করে গোল করেছেন মোঃ মেহেদী ও মোঃ আহমেদ।
১১ দলের আসরে পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গী হংকং, চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সুবাদে চীনকে সরিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৬ এপ্রিল বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে চীনের বিপক্ষে।









