বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকেই ছিটকে গেছেন লঙ্কান লেগ স্পিনার ভানিডু হাসারাঙ্গা। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান পায়ে চোট পান ২৭ বর্ষী অলরাউন্ডার।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-টুয়েন্টিতে টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিক দল। তবে হাসারাঙ্গার বদলি হিসেবে কে খেলবেন তার নাম এখনও প্রকাশ করেনি লঙ্কানদের ক্রিকেট বোর্ড (এসএলসি)। হাসারাঙ্গা কলম্বো ফিরে হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
শেষ ওয়ানডেতে তিনি বল হাতে ৮.৪ ওভার করে একটি মেডেন দিয়ে ৩৫ রান খরচায় দুই উইকেট শিকার করেন। ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ১৮ রান করে ইনিংস শেষ করেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
চারিত আসালঙ্কাকে অধিনায়ক করে আগেই ১৭ সদস্যের দল দিয়েছিল শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে প্রথম ওয়ানডের পর ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল: চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফের্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লাগে, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফের্নান্দো ও ঈশান মালিঙ্গা।









