অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম হোসেন নেই। পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই টি-টুয়েন্টির দল দিয়েছে বাংলাদেশ।
১৫ সদস্যের দলে চমক ২৬ বর্ষী মাহিদুল। একটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন তিনি লাল-সবুজের জার্সিতে।
টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামে। খেলা হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। নভেম্বরের ২৭ তারিখে প্রথম ম্যাচ। ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বাকি দুই টি-টুয়েন্টি।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।









