এশিয়া কাপ হকিতে সাউথ কোরিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে রিয়াজুল বাবুর দল আসরের বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে। বাংলাদেশ এখন পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য লড়বে।
ভারতের বিহারে হওয়া ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে ছিল কোরিয়া। হাফটাইমে ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে। থার্ড কোয়ার্টারে বাংলাদেশ এবং কোরিয়া কোন দলই গোল করতে পারেনি। শেষ কোয়ার্টারে কোরিয়া বাংলাদেশকে আরও এক গোল দিয়ে ৫-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে।
পুল ‘বি’তে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলের হার দিয়ে আসর শুরু করে। দ্বিতীয় ম্যাচে চাইনীজ তাইপেকে ৮-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়, ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ আবদুল্লাহ।









