সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট গড়াবে সোমবার। ম্যাচ সামনে রেখে শনিবার টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে ম্যাচ।
২০ অক্টোবর সকাল ১০টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের পাশে বিক্রি হবে টিকিট। মোট পাঁচটি ক্যাটাগরির আসনে খেলা দেখতে পারবেন দর্শকরা।
সর্বোচ্চ ১০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটি। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ড ২০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য্য করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে।









