টপএন্ড টি-টুয়েন্টি লিগে আগের ম্যাচে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন স্টার্সের কাছে পরের ম্যাচে হেরে গেছে নুরুল হাসান সোহানের বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে স্বাগতিক মেলবোর্ন জিতেছে ৩ উইকেটে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জনাথন মার্লো।
ডিএক্সসি অ্যারেনায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মেলবোর্ন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় ক্যাম্পবেল কেলিওয়ের দল।
আগে ব্যাট করা বাংলাদেশের সর্বোচ্চ ৪৫ রানের ইনিংটি খেলেন সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ইয়াসির আলী রাব্বি করেন ২৯ রান। মেলবোর্নের হ্যামিশ ম্যাকেঞ্জি নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার স্যাম হার্পার ও থমাস রজার্স। ৩৮ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন জনাথন মার্লো। ওপেনার হার্পার করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান। ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে মেলবোর্ন স্টার্স। পেসার হাসান মাহমুদ ও স্পিনার রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।
পাঁচ ম্যাচ শেষে দুই জয়ে টেবিলের আটে বাংলাদেশ।









