ভারতের মাটিতে দীর্ঘদিন পর সিরিজ খেলছে বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হলেও ক্রিকেটের ছোট সংস্করণ নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশ। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে রোববার। ভারতের বিপক্ষে নামার আগে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সিরিজকে তিনি ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্রাথমিক পর্যায় বলছেন।
গোয়ালিয়রে রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবদের মাঠের লড়াই।
বিশ্বকাপের জন্য আগেভাগের প্রস্তুতি সম্পর্কে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এ সিরিজের মাধ্যমে, আপনারা দেখতে পাবেন আমাদের খেলোয়াড়েরা নতুন এক পদ্ধতিতে খেলা শুরু করবে। সবাই জেতার জন্য খেলে।’
‘আমার মনে হয় এ সিরিজে কিছু খেলোয়াড় আছে, সে সংখ্যাটা চার বা পাঁচের মত যারা ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে। সুতরাং, আমার মনে হয় এ সিরিজ দিয়ে আমাদের প্রস্তুতি সঠিকভাবে শুরু হচ্ছে।’
২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দুই দেশ। ২০ দলের অংশগ্রহণে ৫৫ ম্যাচের আসর হবে ভারত ও শ্রীলঙ্কায়।








