আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টে টসে দেরি হচ্ছে। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড, দিনের খেলা নিয়েই আছে শঙ্কা। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে নামবেন সকাল ১০টায়।
চেন্নাই টেস্টের আগেরদিন একাদশ জানিয়েছিল ভারত। এবার মূলত আবহাওয়া ও কন্ডিশনের উপর নির্ভর করে দল জানাবে স্বাগতিক দল। তাদের সহকারি কোচ অভিষেক নায়ার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দেন এমন।
বলেছেন, ‘যে পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সেসব দেখে আমরা সিদ্ধান্ত নেব।’
অন্যদিকে পিচ কেমন হবে তা না ভেবে ভালো পারফর্ম করার কথা বলেছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে পিচ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বলেছেন, ‘দলগুলোর অবশ্যই অস্ত্র থাকবে যা দিয়ে তারা আমাদের আক্রমণ করতে পারে। তাদের মানসম্পন্ন ব্যাটার, ফাস্ট বোলার এবং স্পিনার আছে। মনে করি না পিচের কোনো প্রভাব পড়বে। চেন্নাইয়ের চেয়ে আমাদের ভালো পারফর্ম করতে হবে।’









