দিল্লিতে মারাত্মক বায়ুদূষণে বাতিল হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের তিন দিনের অনুশীলনের সুযোগ থাকলেও বায়ুদূষণে শুক্রবার নেটে যায়নি সাকিব বাহিনী। লঙ্কানদের বিপক্ষে অনুশীলনের চেয়ে সুস্থ থাকাই জরুরি বলে মনে করছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে বুধবার দিল্লিতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। ম্যাচকে সামনে রেখে শুক্রবারের অনুশীলন সকালেই বাতিল হয়। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘আবহাওয়ার বিষয়টি উদ্বেগজনক।’
ম্যাচের আগে তিনটি অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন সেশন ছিল লাল-সবুজের দলের। তবে দিল্লিতে এর একদিন আগেই বায়ুদূষণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বায়ুদূষণের মাত্রা এতই বেশি যে, অঞ্চলটির প্রাথমিক বিদ্যালয়গুলো দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, ‘আমাদের আরও দুটি প্রশিক্ষণের দিন রয়েছে। অনেকেরই কালকের আবহাওয়ায় বের হয়ে একটু কাঁশির সমস্যা হচ্ছে। এজন্য রিক্স ফ্যাক্টর তো থাকছেই। শরীর যেন আবার খারাপ না হয়ে যায়। জানি না এটা আসলে বেটার হবে কিনা। যদি হয় তো খুব ভালো। না হলে মানিয়ে নিতেই হবে। কালকে অনুশীলন আমাদের করতেই হবে। যেহেতু ৬ তারিখ ম্যাচ। দুইটা দিন আমাদের হাতে থাকবে। এটাই চাই যে, ছেলেরা পুরোপুরি ফিট থাকুক। পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
২০১৯ সালে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেও দিল্লিতে এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ দল। সেবারও নভেম্বর মাসে দিল্লির বায়ুদূষণ তৈরি করেছিল অস্বস্তি।
শুক্রবার অনুশীলন না করলেও শনিবার ক্রিকেটারদের নেটে নামার কথা রয়েছে। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তারা দুদিনের প্রস্তুতির সুযোগ পাবেন।







