ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার সামনে স্বল্প লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মাত্র ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে বাংলাদেশকেই অনুসরণ করছে স্বাগতিক দলটি। ৪৩ রানে হারিয়েছে তিন ব্যাটারকে।
টস জিতে আগে ব্যাটে নেমে দশম ওভারের চতুর্থ বলে ৩৬ রানে তৃতীয় ব্যাটারকে হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান যোগ করেন শান্ত ও তাওহিদ হৃদয়। শেষ অবধি ১৬৪ রান সংগ্রহ করে টিম টাইগার। জবাবে নেমে পাওয়ার প্লে-তে বাংলাদেশি বোলারদের শিকার হন তিন লঙ্কান ব্যাটার। এরপর চতুর্থ উইকেট জুটিতে রান বাড়াচ্ছে শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৭.৪ ওভারে ৩ উইকেট ৭৬ রান। ৩৩ রানে অপরাজিত সাদিরা সামারা বিক্রমকে সঙ্গ দিচ্ছেন ১৮ রান করা চারিথ আশালঙ্কা।
লঙ্কানদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটি হানেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ১৩ রানে ফেরান দিমুথ করুণারত্নকে। পরের ওভারেই পাথুম নিশাঙ্কাকে ফেরান শরিফুল ইসলাম। দশম ওভারের দ্বিতীয় বলে তৃতীয় আঘাতটি হানেন সাকিব। ফেরান কুশল মেন্ডিসকে।
এর আগে টস জিতে আগে ব্যাটে নেমে ৪২.৪ ওভারে ১৬৪ রানে সবকটি উইকেট হারিয়ে ইনিংস থামে বাংলাদেশের।







