বাংলাদেশের মেয়ে ও ছেলে খেলোয়াড়দের বেতন বৈষম্য কমাতে উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় স্টেডিয়াম, সুইমিংপুল ও মিনি স্টেডিয়ামের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বলেন, ‘নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন বিভাজন কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। নারী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ৩৫ শতাংশ বেতন-ভাতা বাড়ানো হয়েছে। নারী ফুটবল দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।’
‘খেলাধুলা মাদক ও অপ্রীতিকর অভ্যাস থেকে দূরে রাখে। মিনি স্টেডিয়ামগুলো সংস্কৃতি চর্চার কেন্দ্র হবে। খেলাধুলার মান বাড়াতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গঠন করা হচ্ছে।‘
জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ভোলা, সাতক্ষীরা, মৌলভীবাজার, নড়াইলসহ ১০ জেলায় স্টেডিয়াম, স্যুইমিং পুল ও মিনি স্টেডিয়াম উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।









