ভিয়েতনামে গত আগস্টে এএফসি এশিয়ান কাপের অনূর্ধ্ব-২৩ বাছাই আসর বসেছিল। তার আগে বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ফিফার স্বীকৃত ওই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল তানিল সালিকের। ইংলিশ বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার এবার লন্ডনের বরো অব হিলিংডনের রুইসলিপের সেমি প্রফেশনাল ক্লাব ওয়েল্ডস্টোন এফসিতে যোগ দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি জানিয়েছেন ১৯ বর্ষী তানিল সালিক। ইংলিশ ফুটবলে পঞ্চম টায়ারের লিগে খেলা ক্লাবটিতে কত বছরের জন্য এবং কত বেতনের চুক্তিতে যোগ দিচ্ছেন তা অবশ্য জানাননি। এপর্যন্ত বাংলাদেশ জার্সিতে চার ম্যাচ খেলেছেন সালিক, গোলের দেখা পাননি।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা টটেনহ্যাম হটস্পারের যুব দল দিয়ে শুরু সালিকের। হটস্পার থেকে হার্টফোর্ডশায়ারের ক্লাব স্টিভেনেজের অনূর্ধ্ব-১৪ একাডেমিতে যোগ দেন উইঙ্গার হিসেবে খেলতে পারা মিডফিল্ডার। ২ ডিসেম্বর ওয়েল্ডস্টোন এফসিতে যোগ দেয়ার আগপর্যন্ত এখানেই ছিলেন তিনি।
ওয়েল্ডস্টোন ফুটবল ক্লাব হল একটি ইংলিশ সেমি প্রফেশনাল ফুটবল ক্লাব, যা লন্ডনের বরো অব হিলিংডনের রুইসলিপে অবস্থিত এবং মিডলসেক্স কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অনুমোদিত। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বয়সভিত্তিক দলে বদলি হিসেবে বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন মৌলভীবাজারের ছেলে তানিল সালিক।









