বাংলাদেশ-ভারতের কানপুর টেস্টে প্রথমদিনের পর চতুর্থ দিনে মাঠে নামেন রোহিত শর্মারা। তিন দিন পার করে খেলার পরিসীমা ছিল মাত্র ৩৫ ওভার। ভারত এসময় খেলার ফলাফল কী হবে সেটা নিয়ে চিন্তিত ছিল, একই সাথে পরিকল্পনা করছিল বাংলাদেশের বিপক্ষে ঠিক কী করা যায়।
চতুর্থ দিনে মাঠে নামার পর পরিকল্পনা নিয়ে স্বাগতিক অধিনায়ক রোহিত জানালেন, ‘সত্যি কথা বলতে আমরা খেলা আগে বাড়ানোর চিন্তা করছিলাম। যখন আমরা চতুর্থ দিনে মাঠে আসলাম, চিন্তা করছিলাম কত দ্রুত তাদের অলআউট করা যায়। একই সাথে ব্যাটে কী করা যায় সেটাও চিন্তা করছিলাম।’
‘আমরা শুধুমাত্র আমাদের রান নিয়েই চিন্তা করছিলাম না, তাদের বিপক্ষে কত ওভার বল করা যায় সেটাও চিন্তা করছিলাম। পিচে বোলারদের জন্য তেমনকিছু ছিল না। কিন্তু সেখান থেকে একটি ম্যাচ বের করে নেয়া বোলারদের জন্য দারুণ কিছু ছিল। ব্যাটাররা ঝুঁকি নেয়ার জন্য প্রস্তুত ছিল এবং সেখান থেকে ফলাফল বের করতে মরিয়া ছিল।’
কানপুরে টানা আড়াইদিন বৃষ্টির পর মাঠে নেমে ২৩৩ রানে থামে বাংলাদেশ। ব্যাটে নেমে ঝড়ো শুরু করে ভারত, ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে গুটিয়ে যায় টাইগাররা। ৯৫ রানের লক্ষ্য সহজে উতরে যায় ভারত, ৭ উইকেটে জেতে। সিরিজে ২-০তে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।









