এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমে গোল হজম করে পরে ম্যাচে ফেরে লাল-সবুজের দল। অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট নিয়েও মূল আসরের জন্য টিকে থাকার পথ ক্ষীণই জামাল ভূঁইয়াদের।
ডি বক্সের মাঝে ফাউল করে পেনাল্টিতে গোল হজম করে বাংলাদেশ। পরে ৮৪ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে ১-১এ ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পর গোলের খুশির সাথে পয়েন্ট ভাগ করে নেয়ার আক্ষেপের কথা জানান রাকিব। দলের অবস্থান এবং পরবর্তী পরিকল্পনার কথা বলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
রাকিব বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্, গোল করতে পেরেছি। আসলে শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। সে কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক কঠোর পরিশ্রম করছে। সে কারণে ম্যাচটা আমরা ড্র করতে পেরেছি। কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম। আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি, তাই ম্যাচটা ড্র হয়েছে। সুযোগ সুবিধা এবং স্টেডিয়াম, সবকিছু আলাদা আমাদের দেশ থেকে। আসলে আমাদের এরকম একটা মাঠ প্রাপ্য, যখন বাইরে ম্যাচগুলো খেলতে আসি তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। এরকম যদি মাঠ থাকতো বাংলাদেশে, তাহলে আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপর দিতে পারতাম।’
‘হ্যাঁ, আসলে শেষ ম্যাচ এবং এই ম্যাচটা আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমাদের ভাগ্য সহায় হতো, তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে ছোট ভুলে গোল হজম করি। তারপর কিন্তু আমরা অনেক সুযোগ পাই। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের পুরো দলের ১১ জনই অনেক ভালো খেলেছে। তার কারণে আজকে এটা ভালো খেলা উপহার দিতে পেরেছি। কারণ মাঠ বলেন আর ওদের ৪৫ হাজার দর্শকের ভিতরে খেলাটা, আসলে সহজ ছিল না, আমি মনে করি। আমরা এটা সামাল দিতে পেরেছি খুব ভালো লাগছে।’
‘দেখেন, প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি, তারপর আমরা সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলেছি। ওদের সাথে আধিপত্য দেখিয়েছি, কিন্তু আমাদের ভাগ্য সহায় হয়নি তাই ম্যাচটা হেরেছি। তারপরে দেখেন শেষ দুইটা ম্যাচ, আমরা বল দখলে রেখে খুব ভালো ফুটবল খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। দিন দিন দল উন্নতি করছে, সামনে আরও ভালো কিছু হবে।’
ক্যাবরেরা বলেছেন, ‘খুব কঠিন খেলা ছিল। বিশেষ করে প্রথমদিকে আমাদের দর্শকদের চাপ এবং মাঠের চাপ সামলে নিতে হয়েছে। দল খুবই অসাধারণ খেলেছে, অনুভূতির কথা আর কী বলবো। তিন পয়েন্টের প্রাপ্য ছিলাম, কিন্তু এক পয়েন্ট নিয়ে শেষ করতে হল। ম্যাচটা খুবই প্রতিযোগিতামূলক ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরাও চেপে ধরেছি, আমাদের জয়টা প্রাপ্য ছিল। দল আগের থেকে উন্নতি করছে। আগের থেকে অনেক ভালো খেলছে। প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলেছে, সমিত অনেক ভালো মানের খেলোয়াড়। আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের খেলা আরও ভালো হবে। আমরা যে তিন পয়েন্ট হারিয়েছি ভারতের সাথে আশা করছি সেটা পাবো।’









