বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পোল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালও নিশ্চিত করেছে স্বাগতিক দলটি। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি, একাই আদায় করেছেন ২৫ পয়েন্ট। বলেছেন, পৃষ্ঠপোষকতা পেলে অলিম্পিক থেকে ট্রফি আনবো।
ম্যাচ শেষে মুন্সি বললেন, ‘প্রতিটি খেলোয়াড় জিততে চায়, প্রতিটি খেলোয়াড় তার সর্বোচ্চটা উপহার দিতে চায়, আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি, দল ভালো করেছে, ভালো লাগছে।’
‘কাবাডি আমাদের গ্রামবাংলার খেলা। আমি অজপাড়া থেকে উঠে এসেছি। এখানে বেশিরভাগই গ্রামের খেলোয়াড়। কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতার অভাব আছে। প্রো কাবাডির মতো আসর হলে গ্রামবাংলা থেকে অনেক খেলোয়াড় উঠে আসত। আর গ্রামবাংলা থেকে খেলোয়াড় উঠে আসলে ভারতকে ছাড়িয়ে অলিম্পিক থেকে ট্রফি আনার মতো যোগ্যতা হবে আমাদের।’
দেশের মাটিতে সুবিধা বেশি পাচ্ছেন কিনা প্রশ্নে লাল-সবুজের অধিনায়ক জানালেন, ‘দেশের মাটিতে আমরা একটু বেশি সুবিধা পাচ্ছি। আমাদের দলীয় সমন্বয় থাকলে দেশে বা বিদেশের মাটিতে যেকোনো দলকে আমরা হারাতে পারব। তবে বিদেশের মাটিতেও আমাদের কিছু ম্যাচ খেলা দরকার। যেমন আমাদের কিছু নতুন খেলোয়াড় আছে, ওরা দেশে ভালো করছে, কিন্তু বিদেশের মাটিতে গেলে তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। এজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট দরকার।’
লাল-সবুজের দল গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ৩১মে, নেপালের বিপক্ষে। একই ভেন্যুতে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।









