Site icon চ্যানেল আই অনলাইন

প্রথমার্ধে ফিলিস্তিনকে ঠেকিয়ে রাখলো বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলে হারলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা দলটির বিপক্ষে হোম ম্যাচে প্রথমার্ধে গোল হজম করতে হয়নি লাল-সবুজ দলের।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিনকে আথিত্য দিচ্ছে জামাল ভুঁইয়ার দল। বল দখলের লড়াইয়ে আধিপত্য বাংলাদেশের। প্রথমার্ধের লড়াইয়ে বাংলাদেশের রক্ষণভাগকেই পরীক্ষা দিতে হয়ে বেশ কয়েকবার।

মিতুল মারমার দুর্দান্ত কিছু সেভে গোল হজম করতে হয়নি জামাল-তপুদের। অন্যদিকে বাংলাদেশও আক্রমণে গেছে কয়েকবার। একটি সহজ গোলের সুযোগ মিস করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

বাছাইয়ের দ্বিতীয় ধাপ বাংলাদেশ শুরু করেছিল অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে হেরে। ওই হারের ধাক্কা সামলে লেবাননের বিপক্ষে এ মাঠেই ১-১এ ড্র করেছিল হাভিয়ের ক্যাবরেরার দল। এই ধাপে এখন পর্যন্ত ওই ১ পয়েন্টই পুঁজি জামালদের।

Exit mobile version