সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে এ মাসের তৃতীয় সপ্তাহে। ১৭ ও ১৯মে দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৭টায়। পাকিস্তানে পাঁচ টি-টুয়েন্টির জন্য যাওয়ার আগে দুটি বাড়তি ম্যাচ পেল টিম টাইগার্স।
গত তিন বছরের মধ্যে এশিয়ার পূর্ণ সদস্য কোনো দেশের দ্বিতীয় সফর হতে চলেছে আরব আমিরাতে। দেশটিতে ২০২২ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল টিম টাইগার্স।
এসফর নিয়ে উচ্ছ্বসিত আমিরাত ক্রিকেট বোর্ড। দলের প্রধান নির্বাহী সোবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ দলের সাথে দুটি টি-টুয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমিরাত ক্রিকেট বোর্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য জাতীয় দলকে সবসময় সুযোগ দিতে বেশ আগ্রহী।’
মে মাসের চতুর্থ সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। পাকিস্তানে হতে চলা সিরিজটি ২৫মে শুরু হয়ে চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। তার আগে আমিরাতে সিরিজ।
বাংলাদেশ-ইউএই সিরিজ
প্রথম টি-টুয়েন্টি: ১৭মে
দ্বিতীয় টি-টুয়েন্টি: ১৯মে









