রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের কাছে বাংলাওয়াশ হওয়া মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রশিদ লতিফ এমন ভরাডুবি জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানদের দায়ী করছেন।
ঘরের মাঠে প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তদের কাছে ১০ উইকেটে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয়টিতে হারে ৬ উইকেটে। দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন রশিদ। তার মতে, গত চারবছর ধরে বিভিন্ন মেয়াদে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ এবং মহসিন নাকভি (বর্তমান চেয়ারম্যান) এর জন্য দায়ী।
‘গত চার বছরে যিনি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, তিনি-ই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন। শান মাসুদকে কে টেস্ট অধিনায়ক বানিয়েছে? বাবর আজমকে কে অধিনায়কত্ব থেকে সরিয়েছে? দল বানানো কার কাজ? জাকা আশরাফের? নাকি মিসবাহ’র? কে পাকিস্তান দলকে ভাগ করেছে?’
‘আশরাফ যখন সবই করেছেন, দল তৈরি এবং অধিনায়ক নিয়োগ করেছেন, তখন তিনি কাকে দোষ দিচ্ছেন- বাবর? আপনি জোর দিয়ে বাবরকে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করালেন। সেখান থেকেই দলে বিভাজন সৃষ্টি হয়েছে। নিজের লাভের জন্য শানকে আপনিই অধিনায়ক বানিয়েছেন। দল ভাঙতে চেয়েছেন, আপনার দল এখন ভেঙে গেছে।’
‘পুরো ক্ষমতাই একজন চেয়ারম্যানের কাছে, যে কিনা ক্রিকেট নিয়ে কিছুই জানে না। এই সন্ধিক্ষণে তিনি কী করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন?









