টানা চারটি টি-টুয়েন্টিতে পরাজয় দেখেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তান সিরিজেও প্রথম দুটি টি-টুয়েন্টিতে হেরেছে টিম টাইগার্স। পাকিস্তান সফরে নিজেদের শেষ টি-টুয়েন্টিতে ভুলগুলো শোধরাতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
লাহোরে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টসে এসে লিটন বলেছেন, ‘গত চারটি ম্যাচে আমরা ভালো করতে পারিনি, তাই আজ রাতে আমাদের এটি শোধরাতে হবে। আমাদের কোনো সংগ্রহের প্রতি লক্ষ্য স্থির করা নেই, আমরা কেবল খেলতে চাই এবং দেখতে চাই যে আমরা এখানে কত সংগ্রহ গড়তে পারি।’
‘ব্যাট করার জন্য এটি একটি ভালো উইকেট বলে মনে হচ্ছে। প্রথম দুটি ম্যাচে কোনও জুটি ছিল না, আমাদের জুটি তৈরি করা দরকার। আমরা জানি, ইনিংসের শুরুতে যদি আমাদের ভালো জুটি থাকে, তাহলে আমরা পরে ভালো করতে পারব। কারণ আমাদের লম্বা ব্যাটিং লাইনআপ আছে।’









