আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটিতে পাকিস্তানে দারুণ বোলিং শুরু করেছিল বাংলাদেশ। শান মাসুদ, বাবর আজমদের দ্রুত সাজঘরে ফেরান শরিফুল ইসলাম-হাসান মাহমুদ। দুই পেসারের দুর্দান্ত শুরুর পর ঘুরে দাঁড়াচ্ছে দলটি, দুই বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুব ও সৌদ শাকিল নেতৃত্ব দিচ্ছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে পাকিস্তান। আইয়ুব ৬৮ বলে ৪২ রানে এবং শাকিল ৩২ বলে ২৮ রানে অপরাজিত আছেন।
ওপেনিংয়ে নামা বাঁহাতি সাইম আইয়ুব একপ্রান্ত আগলে রাখেন। তার ইনিংসে ৩টি চার এবং এক ছক্কার মার রয়েছে। দারুণ ছন্দে ব্যাট চালাচ্ছেন শাকিলও।
রাওয়ালপিন্ডিতে বুধবার বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ৩ ওভারে ৩ রানের পর চতুর্থ ওভারে ভাঙে ওপেনিং জুটি। হাসানের করা বলটি ওভারপিচ হয়ে অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শফিক ব্যাট চালালে গালি অঞ্চলে থাকা জাকির হাসান শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার।
দলীয় ১৪ রানে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান আরেক পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে থাকা লিটন দাস নেন দুর্দান্ত আরেক ক্যাচ। ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন শান। শরিফুলের পরের ওভারে লিটনের গ্লাভসে ক্যাচ দেন বাবর আজম। তিনি ফেরেন শূন্য রানে।
প্রথম টেস্টের প্রথমদিনে ৪৮ ওভার খেলা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হবে চা বিরতি। শেষ সেশনের শুরু হবে বিকেল ৫.৪০ মিনিটে। খেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওভার শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো যাবে।









