ঘরের মাঠের সিরিজ দিয়ে শুরু করে পাকিস্তান সামনের একবছরে ব্যস্ত সূচিতে খেলতে চলেছে। সবধরনের সংস্করণে খেলে চলবে দলটি। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি যেসব সিরিজের তারিখ ও সময় ঘোষণা করেছে তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য তারিখও রয়েছে। পাকিস্তানের ব্যস্ততার শুরুটা হবে আসছে আগস্টে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
বাংলাদেশ বিপক্ষে প্রথম টেস্টে ২১ আগস্ট নামবে পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ম্যাচ। পরে নাজমুল হোসেন শান্তর দল করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে আগস্টের ৩০ তারিখে।
বাংলাদেশ সিরিজের পরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে ইংল্যান্ড। এরমধ্যে দলটি ত্রিদেশীয় সিরিজও খেলবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আসছে বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।









