টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে দেশটির ঘরোয়া লিগ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের ম্যাচও কমেছে। পাঁচ থেকে কমে সিরিজটি এখন গড়াবে তিন ম্যাচের।
সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮মে শুরু হয়ে ১ জুন শেষ হবে খেলা। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় রাত ৯টায়। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজে জন্য দল দিয়েছ, বিকেলে জানিয়েছে সিরিজ সম্পর্কে ও ম্যাচের সময়-সূচি।
বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে নামবে টিম টাইগার্স। দেশটিতে সফর শেষ করে বাংলাদেশ দল পাকিস্তান পৌঁছাবে ২৫মে। ২৬ ও ২৭মে ঐচ্ছিক অনুশীলন করবেন লিটন দাসরা।









