বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে নেমেছিল বাংলাদেশ হকি দল। হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া, শেষ ম্যাচেও বড় ব্যবধানে হার জুটেছে। পরে দলের হয়ে রাকিবুল হাসান রকি বললেন পরের আসরে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।
‘আমরা চিন্তা করছিলাম ভালো হকি খেলব। চেষ্টা করেছি, দুর্ভাগ্যবশত আমাদের ভুলে গোলগুলো হজম করেছি। সামনে যে টুর্নামেন্টগুলো আছে, সুযোগগুলো আছে, আমরা সেগুলোতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
‘তিনটা ম্যাচেই আমরা হেরেছি, কিন্তু আমাদের অনেক উন্নতি হয়েছে হকিতে। আমাদের একটা সমস্যা বা বাংলাদেশের হকি সংস্কৃতিতে আমাদের যে সমস্যাটা তা হল, ম্যাচ টেম্পারটা খুব খারাপ। সেটা আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। যদি আমরা লিডেও থাকি শেষে গিয়ে গোল খেয়ে ফেলি। আমাদের এই বিষয়টার উন্নতি করতে হবে। আমাদের ম্যাচ টেম্পারটা বাড়ানো দরকার।’
সিরিজে ইমার্জিং খেলোয়াড় নির্বাচিত হওয়া রকি নিজের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আসর ছিল। বিশেষ করে আমরা যারা জুনিয়র আছি এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল সময়। আমাদের সবশেষ সুইজারল্যান্ড সফরটা হয়নি। তাই এই সিরিজটা আমাকে বা আমরা সাতজন আছি জুনিয়র টিমের, সবাই নিজেকে নিজের অবস্থানটা বুঝিয় দিয়েছে।’
‘এই সিরিজটা বলছে আমরা কোথায় আছি, কোন পর্যায়ে আছি, আমাদের প্রস্তুতি কেমন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বুঝতে পারছি কোন পজিশনে আছি আর আমার কী কী নিয়ে কাজ করতে হবে। আরও ১০-১৫ দিন আছে, আমি ওটা নিয়ে কাজ করব, আর সবাইকে কাজ করতে বলব।’









