এশিয়া কাপ রাইজিং স্টার্স আসরের ফাইনালে শিরোপা জিততে বাংলাদেশ ‘এ’ দলের দরকার সবে ১২৬ রান। আগে ব্যাট করা পাকিস্তান শাহিনস টাইগারদের বোলিং তোপে পড়ে গুটিয়ে গেছে মাঝারী রানে। ১৮তম ওভারে রিপন মণ্ডল বোলিং ক্যামিওতে তুলে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানকে ব্যাটিংয়ে দাঁড়াতেই দেয়নি আকবর আলীর বাংলাদেশ।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তের ভালো সূচনা করে দল। প্রথম বলেই আব্দুল গাফফার সাকলাইনের রান আউটের শিকার হন শাহিনস ওপেনার ইয়াসির খান।
প্রথম ওভারের প্রথম বলের পর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ ফাইককে বোল্ড করেন মেহেরব হোসেন। পঞ্চম ওভারের প্রথম বলে গাজী ঘৌরীকে বোল্ড করেন আরেক স্পিনার রাকিবুল হাসান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে ইরফান খানের দল।
সপ্তম ওভারে বাংলাদেশের জিশান আলমের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। ওই ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন জিশান। ১৮ বলে ২৩ রান করেন মাজ। এরপর কিছুটা রান তোলে পাকিস্তান। ১১তম ওভারে আবারও আঘাত হানেন সাকলাইন, আউট করেন ২৫ রান করা আরাফাত মিনহাসকে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন সাদ মাসুদ। তিন ব্যাটার ছাড়া দলটির আর কেউ ইনিংসে দুঅঙ্কে নিতে পারেননি।
রিপন ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। রাকিবুল হাসান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেরব, জিশান আলম এবং সাকলাইন।








