ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের তিনে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা দলটি পথ হারিয়ে যেন নিজেদের হারিয়ে খুঁজছে। আফগানিস্তানের সঙ্গে জয়ের পর টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের আগেই শেষ হয়েছে মিশন। দলের বাজে পারফরম্যান্স নিয়ে চরম হতাশার কথাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার জন্য সাকিব আল হাসানের দল বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন সুজন। হতাশা ভরা কন্ঠে বলেন, ‘আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম সেমিফাইনাল খেলবো। এখন মনে হয় কোন চিন্তা করে আসলে বলেছিলাম।
‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে তো আমি আর আজকে থেকে পড়ে নাই। অনেকদিন থেকেই আছি। ছেলেদের শরীরী ভাষা ও খেলার স্টাইল, সবকিছুর মধ্যে আমার একটা বিশ্বাস ছিল এমন কন্ডিশনে এই বিশ্বকাপে অনেক ভালো খেলবে। আমার আশাও ছিল অনেক বেশি। প্রচণ্ড খারাপ লাগছে যে, লড়াই করার মানসিকতাটাই একদম খুঁজে পাইনি।
‘এমন ফলাফল আমাদের কারোর কাম্য ছিল না। কেন দল ভালো খেলছে না, এটার উপযুক্ত উত্তর কিন্তু আমরা দিতে পারছি না। যে দলটা ভালো খেলছিল, হঠাৎ কেন আমাদের খেলায় এতো সমস্যা হচ্ছে। আমি মনে করি, সামর্থ্যের ২৫-৩০ শতাংশ ক্রিকেটও আমরা খেলতে পারিনি। একটা দল হিসেবে খেলতে পারিনি। আমরা সবাই স্তব্ধ। বাংলাদেশের এমন পারফরম্যান্স আমি কবে শেষ এমন দেখেছি, মনে নেই।
‘ব্যর্থতা আমাদের সবার। খেলোয়াড়রা যেহেতু মাঠে খেলে তাই তাদের ব্যর্থতা সবার আগে। লিটন, শান্ত, মুশফিক, সাকিব যারা একসময় বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। তারা সবাই এক সঙ্গে অফফর্মে যাওয়াটা খুবই অবাক করা ব্যাপার। কোনো ম্যাচেই আমরা লড়াই করতে পারিনি। নেদারল্যান্ডের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সত্যি কথা বলতে এটা লজ্জার, আবার ব্যথারও।’








