বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নামার আগে মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে ছিলেন অভিজ্ঞ তারকা।
আগের ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। তাতে চলে যান পাঁচ হাজারের দ্বারপ্রান্তে। মাইলফলকে নাম লেখাতে সাইলেন্ট কিলারের লেগেছে ১৯২ ইনিংস। রয়েছে তিনটি সেঞ্চুরি, ২৭টি ফিফটি।
৩৭ বর্ষী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।







