বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেসেখেলে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচসেরা লেফট রেইডার মিজানুর রহমান এ ম্যাচেও সেরার পুরস্কার জিতেছেন। তিন ম্যাচের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলে খুশি দলের তারকা রেইডার।
ম্যাচসেরার পুরস্কার জিতে মিজানুর বলেন, ‘আমরা যদি চতুর্থবারের মতো শিরোপা জিততে পারি, তাহলে আমাদের কাবাডি অনেক এগিয়ে যাবে বলে আশা করছি। বাংলাদেশের কোচেরা অনেক ভালো, তাদেরও মূল্যায়ন করা উচিত। আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারলে আশা করছি তারাও মূল্যায়ন পাবে।’
‘কাবাডি আমাদের জাতীয় খেলা, অবশ্যই এই খেলাটাকে গুরুত্ব দেয়া উচিত। এটাতে যদি প্রো কাবাডির আদলে একটা টুর্নামেন্ট হতো, তাহলে গ্রাম থেকে অনেক খেলোয়াড় উঠে আসতে পারত। এভাবে বাংলাদেশের কাবাডি এগিয়ে যেত।’
তিন ম্যাচের মধ্যে দুটিতে সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি নিয়ে বললেন, ‘অবশ্যই ভালো লাগছে। আমার সেরাটা দিতে পারতেছি। মালয়েশিয়ার বিপক্ষে তেমন খেলিনি, এটা আমাদের কোচ, অধিনায়কের পরিকল্পনা। আমরা তাদের পরিকল্পনা অনুযায়ী খেলছি।’
‘ফেডারেশন আমাদের যথেষ্ট সমর্থন করছে, আমাদের পাশে আছে। তারপরও খেলোয়াড় হিসেবে আরেকটু আশা করতেই পারি আমরা। ক্রিকেট, ফুটবল এসব খেলায় অনেক টাকা, কিন্তু কাবাডিতে সেই হিসেবে অনেক কম। আমাদের স্যারেরা অনেক চেষ্টা করছে, ইনশাআল্লাহ সামনে হয়ে যাবে। লিগও হওয়ার কথা, দেখি সামনে হয়তো হয়ে যাবে।’









