প্রথমে ফ্লাডলাইটের জন্য ৯ মিনিট খেলা বন্ধ, এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে আরও ৩৫ মিনিট। প্রথম দফা বৃষ্টি থামার পর ১৮.২ ওভার ব্যাটিং করেছিল টিম টাইগার্স। পরে দ্বিতীয় দফায় নামে বৃষ্টি। না থামায় ৯টা ৪৮ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। তৃতীয় টি-টুয়েন্টির খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…..
[vc_row][vc_column]
২১.৫৮
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি শেষ করল টিম টাইগার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৪৬
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, ২-০তে সিরিজ জিতল বাংলাদেশ
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৩৫
৯টা ৪৮ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত
স্থানীয় সময় ৯টা ৪৮ মিনিটের মধ্য খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ম্যাচ। তবে এখনও বৃষ্টি থামেনি সিলেটে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.২৪
৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে নেদারল্যান্ডস
স্থানীয় সময় ৯টা ৪৮ মিনিটের মধ্য খেলা শুরু হলে ৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে নেদারল্যান্ডস। ডিএলএস পদ্ধতিতে ঠিক করা হবে নেদারল্যান্ডসের লক্ষ্য।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১৫
সংক্ষিপ্ত স্কোর:
টস-নেদারল্যান্স (ফিল্ডিং)
বাংলাদেশ-১৬৪/৪ (১৮.২)
লিটন-৭৩ (৪৮), সোহান-২২* (১১), শামীম-২১ (১৯) জাকের-২০* (১৩)
কাইল ক্লেইন-৩/৫৩
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.০৯
আর ব্যাটে নামবে না বাংলাদেশ
দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে এখনও গড়ায়নি খেলা। লম্বা সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় আর ব্যাটে নামছে না বাংলাদেশ। ১৮.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। সোহান ১১ বলে ২২ এবং জাকের ১৩ বলে ২০ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি থামলে ডিএলএস পদ্ধতিতে ঠিক করা হবে নেদারল্যান্ডসের লক্ষ্য।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৩১
সিলেটে আবার বৃষ্টি, খেলা বন্ধ
১৮.২ ওভার খেলা হওয়ার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নেমেছে সিলেটে। বাংলাদেশের সংগ্রহ ১৬৪/৪
সোহান ১১ বলে ২২ এবং জাকের ১৩ বলে ২০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.১১
শামীমও ফিরলেন
ক্লেইনের আরও একটি শিকার শামীম হোসেন। ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসের ক্যাচ বানিয়ে ফেরান শামীমকে। ১৯ বলে ২১ রান করেন শামীম। ১২২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.০৭
ফিরলেন লিটন
সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। তৃতীয় ও শেষ ম্যাচে অপরাজিত থাকা হল না তার। ১৪.১ ওভারে কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক্স ও’ডাউডকে ক্যাচ দিয়ে ফিরলেন। ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৫৬
ফের জীবন ফেলেন লিটন
আরিয়ান দত্তর শর্ট বলে সজোরে কাভারে মেরেছিলেন লিটন। সেখানে ডাইভ দিলেও বল মুঠোবন্দী করতে পারলেন না প্রিঙ্গল। এরআগেও একবার জীবন পেয়েছিলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৪৬
১০০ পেরিয়ে বাংলাদেশ
১১তম ওভারের শেষ বলে ফন পল মিকেরেনের বাউন্সারে পুল করে মিডউইকেটের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন লিটন। তাতে বাংলাদেশ পৌঁছে যায় শতরানে। ১১ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ১০২ রান। লিটন ৩৬ বলে ৬৫ এবং ৯ বলে ১২ রানে শামীম ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৩৯
১০ ওভার শেষে বাংলাদেশ-৮৯/২
লিটন ৩২ বলে ৫২ রানে এবং শামীম ৭ বলে ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৩১
সাকিবকে ছাড়িয়ে গেলেন লিটন
বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক এখন লিটন। ১৪টি ফিফটি করেছেন টাইগার অধিনায়ক। সাকিবের ১৩টি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.৩১
হৃদয় ফিরলেন, বাংলাদেশ-৭৭/২
টিম প্রিঙ্গেলের বলে লংঅনে বিক্রমজিৎ সিংয়ের হাতে ধরা পড়েন হৃদয়। ১৪ বলে ৯ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.২৪
লিটনের ফিফটি
৩ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ফিফটি করেছেন লিটন দাস। চলতি সিরিজে লিটনের দ্বিতীয় ফিফটি এটি। প্রথম ম্যাচে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর তৃতীয় ম্যাচেও ফিফটি করেছেন টাইগার অধিনায়ক। লিটনের ১৪তম টি-টুয়েন্টি ফিফটি এটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.২০
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৭
লিটন ২২ বলে ৪৫ এবং হৃদয় ৭ বলে ৬ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.১২
৩৫ মিনিট পর খেলা শুরু
৩৫ মিনিট পর ফের শুরু হয়েছে খেলা। কমানো হয়নি কোনো ওভার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৯.০৭
বৃষ্টি থেমেছে, সরানো হয়েছে কভার
প্রায় ৩০ মিনিট পর সিলেটে বৃষ্টি থেমেছে। মাঠকর্মীরা কভার সরিয়ে নিয়েছেন। এবার মাঠ প্রস্তুতের অপেক্ষা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.৪২
বৃষ্টিতে বন্ধ খেলা
ফ্লাডলাইটের জটিলতায় প্রায় ৯ মিনিট খেলা বন্ধ থাকার পর তিন বল হতেই বৃষ্টি নেমেছে। মাঠকর্মীরা তাড়াহুড়ো করে পিচ ও এর চারপাশ কাভারে ঢেকে দিয়েছেন। বৃষ্টি নামার আগে বাংলাদেশের সংগ্রহ ৪.১ ওভারে ৬০/১

[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.৩৭
‘জীবন’ পেলেন লিটন, বাংলাদেশ ৪ ওভারে ৫৬/১
ফ্লাডলাইট ঠিক হওয়ার পর শুরু হয়েছে খেলা। ফ্রি হিটে বাউন্ডারি মেরেছেন লিটন। তবে পরের বলেই জীবন পেলেন। ডিপ মিড উইকেটে লিটনের ক্যাচ ছেড়ে দিলেন শারিজ। ম্যাচর প্রথম ওভারে সাইফের ক্যাচও ছেড়েছিলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.২৬
ফ্লাডলাইট জটিলতায় খেলা বন্ধ
ফ্লাডলাইট বন্ধ হয়ে গেছে সিলেটে। আলোকস্বল্পতায় আপাতত বন্ধ আছে আছে খেলা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.২১
বাংলাদেশের ৫০
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে ৩.৪ ওভারে ৫০ রানে পৌঁছেছে বাংলাদেশ। লিটন তিন চার ও ২ ছক্কায় ১২ বলে ৩৩ রানে ব্যট করছেন এবং ২ বলে ৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন হৃদয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.১৫
সাইফকে ফিরলেন, ৩৯ রানে জুটি ভাঙল বাংলাদেশের
ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন দাস ও সাইফ হাসান। ৩ ওভারে ৩৯ রান তুলেছেন দুজনে। ৩.১ ওভারে কাইল ক্লেইন সাইফকে বোল্ড করে জুটি ভাঙেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.০২
প্রথম ওভারেই জীবন পেলেন সাইফ
ইনিংসের চতুর্থ বলে আরিয়ান দত্তের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে স্লগ সুইপ করেন সাইফ। ঠিকমত ব্যাটে না লাগায় ডিপ স্কয়ার লেগে যায় বল। শারিজ আহমেদ বল তালুবন্দি করতে ব্যর্থ হন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৮.০১
লিটন-সাইফে শুরু বাংলাদেশের
নিয়মিত দুই ওপেনার তানজিদ ও ইমনকে বিশ্রাম দেয়ায় ইনিংস শুরু করেছেন লিটন দাস ও তানজিম তামিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৪০
দুই বছর পর ঘরের মাঠে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে
২০২৩ সালের জুলাইতে ঘরের মাঠে আফগানিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে সবশেষ ওয়েস্ট ইন্ডিজকে ২০২৪/২৫ সালে ৩-০তে করেছিল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩৫
বাংলাদেশের একাদশে ৫ পরিবর্তন
সিরিজ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ডাচদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাকিদের পরখ করতে চেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। একাদশে ৫ পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। তিন বছর পর একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। ফিরেছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন। বিশ্রাম দেয়া হয়েছে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.৩১
টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠাল নেদারল্যান্ডস
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.১২
ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চারজন ব্যাট করার সুযোগ পেয়েছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১৭.০৮
বাংলাদেশের মতো র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে থাকা দলের সঙ্গে খেলতে পারাটা বিরাট সুযোগ ডাচদের, বলছেন দলটির সহকারী কোচ রায়ান ফন নিকার্ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]









