এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হতে পারে পরীক্ষা-নিরীক্ষার। সিরিজের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৮ ও ৯ উইকেটের বড় জয় এসেছে। ফর্মে ফিরেছেন লিটন দাস, দুই ম্যাচেই অপরাজিত ছিলেন। রান পেয়েছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। বোলাররাও ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন। তবে ব্যাটারদের ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থেকে গেছে রানতাড়ায় দ্রুত জয় আসায়। সবার ব্যাটিং অনুশীলন হয়নি। তৃতীয় তথা শেষ টি-টুয়েন্টিতে টসে জিতলে আগে ব্যাটিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে বাংলাদেশ।
ডাচদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চারজন ব্যাট করার সুযোগ পেয়েছেন। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন বাদে লিটন ও সাইফ হাসান কিছুটা ব্যাট করেছেন। বাকিদের কেউ ব্যাটিংয়ের সুযোগ পাননি। জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী ঝালিয়ে নিতে পারেননি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সাথে ব্যাটাররা কেমন কাজ করেন বা প্রভাব কেমন হতে পারে সেটা দেখা হয়নি। শেষ ম্যাচে অন্যরা ব্যাটিংয়ের সুযোগ পেলে যাচাই করা সম্ভব। দলের কোন বিষয়গুলোতে আরও কাজ করা দরকার সেটিও বোঝা যেত।
তবে বোলাররা নিজেদের দেখে নিতে পেরেছেন। ভালো বোলিং ধরে রেখেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। শেষ ম্যাচে বাকিদের ব্যাটিং মিললে এবং বোলাররা নিজেদের সম্পর্কে আরও জানতে পারলে এশিয়া কাপে ভালো কাজে দেবে বাংলাদেশের জন্য।
২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপজয়ী দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন, মিডলঅর্ডারে আছেন তাওহীদ হৃদয়, লোয়ার মিডল অর্ডারে আছেন শামীম হোসেন পাটোয়ারী ও দুই পেসার তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলাম।তাদের বাইরে দুরন্ত ফর্মে আছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী।
বাংলাদেশ নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে কেমন খেলছে সে বিষয়টিও পরিষ্কার। ক্রিকেটের ছোট সংস্করণে লিটন দাস অধিনায়ক হন গত মে’তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব দেয়ার পর সমালোচনা উঠেছিল। কারণ ফর্মে ছিলেন না ডানহাতি ব্যাটার। সেই সমালোচনা কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন লিটন।

লিটনের অধীনে খেলা ছয়টি সিরিজের মধ্যে চারটিতে শিরোপা উঠেছে বাংলাদেশের হাতে। টিম টাইগার্স ওয়েস্ট ইন্ডিজের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে ক্যারিবীয়দের। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জিতে এসেছে লিটনের নেতৃত্বে। ঘরের মাটিতে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়েছে। তরুণ দল সাজিয়ে বেশ সাফল্যও আসছে বাংলাদেশ ক্রিকেটে।









