ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জাদুতে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। বাইসাইকেল কিকে নজরকাড়া গোলের পর পেনাল্টি থেকেও গোল করেন হামজা। তার জোড়া গোলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে শেষ মূহুর্তে রক্ষণের ভুলে গোল হজম করে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের। ২-২ গোলের সমতায় মাঠ ছেড়েছে হাভিয়ের ক্যাবরেরার দল। জাতীয় দলে অভিষেক হয়েছে কিউবা রাউল মিচেলের।
জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। প্রথম মিনিট থেকেই হামজাকে আটকে রাখার একটা প্রয়াস ছিল নেপাল দলের মধ্যে। হামজাকেই পুরো প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল নেপাল।
তৃতীয় মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয়। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সোহেল রানারা। ৮ মিনিটে নেপাল গোলের সুযোগ পায় সাদ উদ্দিনের ভুলে। তবে সাদ নিজেই আক্রমণ প্রতিহত করেন।
৬ মিনিটে ভালো সুযোগ তৈরি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তবে নেপাল গোলরক্ষকের দৃঢ়তায় এ যাত্রা বেঁচে যায় দলটি। ২৯ মিনিটে গোলের দেখা পায় নেপাল। ফিরতি বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে বাংলাদেশ জালে বল পাঠান রোহিত।
১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু তা প্রতিহত করেন। মিনিট পাঁচেক পর ফাহিম গোলমুখে আরও একটি শট নিলেও তা ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপর আরও একাধিকবার সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
বিরতির পর সামিত সোমকে বদলি নামান ক্যাবরেরা। ৪৬ মিনিটে জামাল ভূঁইয়ার অ্যাসিস্ট থেকে ডি বক্সের মধ্যে বল পান হামজা। বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত, চোখ ধাঁধানো গোল করেন। ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
তিন মিনিট পর ৫০ ফরোয়ার্ড রাকিব হোসেনকে ডি বক্সের মধ্যে ফাউল করেন নেপালের সানিস শ্রেষ্ঠা, রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে চিপ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা, ২-১ গোলে এগিয়ে যায় জামাল ভূঁইয়ার দল। চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে নেপাল।
৭০ মিনিটের সময় তিন পরিবর্তন করেন ক্যাবরেরা। নামান শাহরিয়ার ইমন, মো. হৃদয় ও শাকিল আহাদ তপুকে। ৮০ মিনিটের সময় ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন হামজা, বদলি হিসেবে নামেন কিউবা মিচেল। জাতীয় দলে অভিষেক হয় তার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের গোলমুখে জটলা পাকায় নেপাল, কর্নার থেকে গোল করেন অনন্ত তামাং। ২-২ গোলে সমতায় ফেরে নেপাল। ড্র করে মাঠ ছাড়ে নেপাল।









