সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রাত পেরোলে নেপালের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে অনুশীলন সেরেছে কোচ গোলাম রাব্বানি ছোটনের দল।
নেপালের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে হেড কোচ গোলাম রাব্বানি ছোটন বলেছেন, ‘দেশবাসীর দোয়ায় ভালোভাবে গ্রুপপর্ব শেষ করে সেমিফাইনালে এসেছি। ছেলেরা ভালোভাবে রিকোভারি করেছে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছে তারা।’
‘নেপালের শক্তি ও দূর্বলতা নিয়ে কাজ করেছি, ছেলেরা সেমিফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। নেপাল ভালো দল, আমাদের দলও ভালো। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।’
সেমিফাইনালের জন্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদ ফয়সাল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দল, পরিবার হয়ে খেলায় জিততে চান বাংলাদেশের বয়সভিত্তিক অধিনায়ক।
অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিক ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ১৮মে।









