নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘোষণা অনুযায়ী বুধবার পুরস্কারের চেক অধিনায়ক সাবিনা খাতুনের হাতে বুঝিয়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। মেয়েরা চ্যাম্পিয়ন হতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া হয় দেড় কোটি টাকা।
২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিল ৫০ লাখ টাকা।









