বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি নির্বাচিত সরকার ব্যতীত জনগণকে মোবিলাইজ করতে না পারলে, শুধু সরকারের কথায় দ্রব্যমূল্য কমবে না। বাংলাদেশে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। যারা প্রতিদিন জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জবাবদিহি করবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগ বলেন, দ্রব্যমূল্য বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন, ভোটাধিকার বলেন, আইনের শাসন বলেন, মানবাধিকার বলেন-সব কিছুর জন্য একটা নির্বাচিত সরকার দরকার। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যাদেরকে জনগণের কাছে ভোটের জন্য বারবার যেতে হবে।
বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ প্রিয়দর্শী মহাথের সভাপতিত্বে ও প্রিয়রত্ন মহাস্থবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত পি. লোকানন্দ মহাথেরো।









