এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে নিয়মরক্ষার লড়াইয়ে ভারতকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েছে লাল-সবুজের দল। শেখ মোরসালিনের গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচে নেমেই ফাউল করে বাংলাদেশ। সেখান থেকে ফ্রি কিক পেলেও ভারতীয় খেলোয়াড়দের অফসাইডের ফাঁদে ফেলে বাংলাদেশ। তৃতীয় মিনিটে বাংলাদেশ আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। অষ্টম মিনিটে ভারতের আক্রমণ রুখে দেন ফয়সাল আহমেদ ফাহিম।
১১ মিনিটে লম্বা পাসে বল পান ফরোয়ার্ড রাকিব হোসেন। ডি বক্সের মধ্যে দারুণভাবে বল পাঠান লাল-সবুজের নাম্বার টেন। ভালো সুযোগ পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মোরসালিন।
পরের মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের নেয়া শট সরাসরি যায় ভারত গোলরক্ষকের হাতে। ১৬ মিনিটে কর্নার আদায় করে নেয় ভারত, বল বাইরে মারেন সুরেশ সিং। ২৩ মিনিটে আবারও আক্রমণ করেন রাকিব, এবারও সরাসরি যায় গোলকরক্ষকের হাতে।
২৬ মিনিটে জায়ান আহমেদ ভালো বলের ক্রস দিলেও অফসাইডের ফাঁদে পড়েন মোরসালিন। ২৭ মিনিটে চোটে মাঠ ছাড়েন তারিক কাজী, নামেন শাকিল আহাদ তপু।
৩০ মিনিটে গোলবার ছেড়ে যান মিতুল মারমা। তার ভুল পাসে বল পেয়ে যান ভারতের লালিয়ানজুলা চাংতে। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট করেন। হেডে বল ক্লিয়ার করে বাংলাদেশকে গোল হজম থেকে বাঁচান হামজা।
৩৩ মিনিটে উত্তাপ ছড়ায় মাঠে। তপু বর্মণ ও ভারতের বিক্রম প্রতাপ বিবাদে জড়ান। হাতাহাতির কারণে কয়েক মিনিট খেলা বন্ধ ছিল। পরে হলুদ কার্ড দেখেন দুজনে। ৪৪ মিনিটে হামজার বাঁ পায়ের দুর্দান্ত শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধে শেষ অবধি ১-০ গোলে লিড ধরে রাখে লাল-সবুজের দল।









