Site icon চ্যানেল আই অনলাইন

মিরপুর টেস্টে জয় কেন জরুরি, জানালেন মিরাজ

সিলেটের পর মিরপুরেও নিউজিল্যান্ডকে হারাতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে উঠে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের তাগিদ অনুভব করছে টিম টাইগার্স। তবে দ্রুত ম্যাচ শেষ করার তাড়া নেই, জানালেন মেহেদী হাসান মিরাজ।

মিরপুর টেস্টের প্রথমদিনে দুই দলের মোট ১৫ উইকেটের পতন ঘটেছে। হোম অব ক্রিকেটে স্পিনিং উইকেটে আগেও খেলেছে বাংলাদেশ। তবে প্রথমদিনে এত ভয়ঙ্কর হতে দেখা যায়নি উইকেট। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হওয়ার পর ৫৫ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছে। মিরাজ নিয়েছেন ৩টি, তাইজুল ইসলাম ২টি।

ম্যাচের যে গতিপথ তাতে পাঁচ দিনের ম্যাচ হয়ত তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। দুদিনেই শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে দিনের খেলা শেষে মিরাজ বলেন, ‘আমরা এগিয়ে আছি। এখান থেকে লিড আমরা পেতে পারি। আমরা চাইব দ্রুত ওদের অলআউট করতে। এটা টেস্ট ক্রিকেট, আমাদের দ্রুত খেলা শেষ করতে হবে এমন তাড়া নেই। আমরা অতি আত্মবিশ্বাসে ভুগছি না। টেস্টে একেকটি দিন একেকরকম হতে পারে। আমরা চাইব পরের দিনটিও নিজেদের করে নিতে।’

সিলেটে এরচেয়ে ভালো উইকেটে খেলে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরের স্পিনিং উইকেটে জয়ের গৌরবের চেয়ে ভালো উইকেটে লড়াই করে জেতা নিশ্চয়ই বেশি গর্বের। তবে মিরাজ মনে করেন, প্রতিপক্ষকে অলআউট করতে না পারলে জয়ের সুযোগই আসবে না।

সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষেই মত মিরাজের। তারকা অলরাউন্ডার জানান মেঘলা আবহাওয়ার কারণে বোলিং বেশি ভালো হয়েছে এই উইকেটে, ব্যাটিং করা হয়েছে ততটাই কঠিন।

Exit mobile version